Country

3 days ago

Sukant Majumdar:একাধিক কর্মসূচিতে যোগ দিতে কলকাতায় অশ্বিনী বৈষ্ণব, স্বাগত জানালেন সুকান্ত মজুমদার

Ashwini Vaishnav in Kolkata to attend multiple programs, welcomed by Sukant Majumdar
Ashwini Vaishnav in Kolkata to attend multiple programs, welcomed by Sukant Majumdar

 

কলকাতা, ২ অক্টোবর : একগুচ্ছ সরকারি কর্মসূচি নিয়ে বুধবার কলকাতায় এসেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার তথা রেলমন্ত্রী মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। একাধিক অনুষ্ঠানে যোগদান করবেন তিনি। দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে প্রথমেই চলে যান তিনি হাইড রোডে অবস্থিত ব্রেথওয়েট সংস্থার অফিস কাম কারখানায়। সেখানে স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করবেন। এরপর বেলেঘাটাতে গান্ধী ভবন পরিদর্শনে। সেখানে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের এরপর পূর্ব রেলের শিয়ালদহ শাখায় রেলের এক অনুষ্ঠানে যোগদানের কর্মসূচি রয়েছে। পতাকা নেড়ে ট্রেন যাত্রার সূচনা করা হবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের দফতর থেকে তা সবিস্তারে জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে, এই সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সরকারিভাবে প্রায় পৌনে পাঁচ ঘন্টার ওই কর্মসূচি জানানো হয়েছে। এরপর দুপুরের বিমানেই ফিরে যাবেন তিনি। এদিন বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।

You might also like!