Country

2 weeks ago

Eknath Shinde: জয় নিশ্চিত হতেই মিষ্টিমুখ করলেন শিন্ডে, মহারাষ্ট্রের জনগণকে জানালেন ধন্যবাদ

Maharashtra Chief Minister and Shiv Sena leader Eknath Shinde
Maharashtra Chief Minister and Shiv Sena leader Eknath Shinde

 

থানে, ২৩ নভেম্বর : মহারাষ্ট্রে মহাযুতি জোটের জয় নিশ্চিত হতেই মিষ্টিমুখ করলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও শিবসেনা নেতা একনাথ শিন্ডে শনিবার থানে-তে তাঁর দলের নেতাদের সঙ্গে লাড্ডু খেয়ে মিষ্টিমুখ করেন। এই জয় মহারাষ্ট্রের জনগণকে উৎসর্গ করেছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

শনিবার তিনি বলেছেন, "আমি মহারাষ্ট্রের ভোটারদের ধন্যবাদ জানাই। এটি একটি বিরাট বিজয়। আমি আগেই বলেছিলাম, মহাযুতি বিরাট জয় পাবে। আমি সমাজের সকল শ্রেণীকে ধন্যবাদ জানাই। মহাযুতি দলের সকল কর্মীদেরও ধন্যবাদ জানাই।" কে হবেন মুখ্যমন্ত্রী, এই প্রশ্নের উত্তরে একনাথ শিন্ডে বলেছেন, "চূড়ান্ত ফলাফল আসতে দিন, তারপর, যেভাবে আমরা একসঙ্গে নির্বাচন করেছি, তিন দল একসঙ্গে বসে সিদ্ধান্ত নেবে।"

You might also like!