নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর : অরবিন্দ কেজরিওয়ালকে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে সততার সার্টিফিকেট দেবেন দিল্লিবাসী। আশাবাদী আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। বুধবার এক সাংবাদিক সম্মেলনে সঞ্জয় সিং বলেছেন, "আমার পূর্ণ বিশ্বাস রয়েছে, দিল্লিবাসী অরবিন্দ কেজরিওয়ালকে বিপুল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে সততার সার্টিফিকেট দেবেন। তিনি সম্পূর্ণ সততা ও আন্তরিকতার সঙ্গে দিল্লির জনগণের সেবা করেছেন।"
সঞ্জয় সিং আরও বলেছেন, "একজন মুখ্যমন্ত্রী অনেক সুযোগ-সুবিধা পান। অরবিন্দ কেজরিওয়ালও সেই সুযোগ-সুবিধা পেয়েছেন। গতকাল যখন তিনি পদত্যাগ করেন, তখন তিনি বলেছিলেন, তিনি এক সপ্তাহের মধ্যে নিজের বাড়ি খালি করবেন, তাঁকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে তাঁর নিরাপত্তা ঝুঁকির মুখে রয়েছে, তবুও তিনি সিদ্ধান্তে অনড়। তিনি বলেন, ৬ মাস জেলে ছিলেন এবং ভয়ঙ্কর অপরাধীদের মধ্যে বাস করেছিলেন। তিনি বলেন, কেবল ঈশ্বরই তাঁকে রক্ষা করবেন, তাই তিনি সিদ্ধান্ত নিলেন ঘর ছেড়ে সাধারণ মানুষের মাঝে বসবাস করবেন। তিনি কোথায় থাকবেন তা এখনও ঠিক হয়নি।"