নয়াদিল্লি, ১১ মে : আম আদমি পার্টিকে শেষ করতে কোনও খামতি রাখেননি প্রধানমন্ত্রী। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। শনিবার কেজরিওয়াল বলেছেন, "আমাদের আম আদমি পার্টি একটি ছোট দল, দু'টি রাজ্যে বর্তমান। কিন্তু প্রধানমন্ত্রী আমাদের দলকে গুঁড়িয়ে দিতে কোনও খামতি রাখেননি এবং তিনি শীর্ষ চার নেতাকে এক সঙ্গে জেলে পাঠান। যদি কোনও বড় দলের চার শীর্ষ নেতা জেলে যান, তাহলে দল শেষ হয়ে যায়। প্রধানমন্ত্রী এএপি-কে শেষ করতে চান...প্রধানমন্ত্রী মোদী নিজেই বিশ্বাস করেন যে এএপি-ই দেশকে ভবিষ্যৎ দেখাবে।"
অরবিন্দ কেজরিওয়াল আরও বলেছেন, "৭৫ বছরে আর কোনও দল এতটা হয়রানির শিকার হয়নি। প্রধানমন্ত্রী বলছেন, তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, অথচ সব চোর তাঁর দলে। আমি প্রধানমন্ত্রী মোদীকে বলতে চাই, আপনি যদি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চান তবে কেজরিওয়ালের কাছ থেকে শিখুন।" কেজরিওয়াল আরও বলেছেন, "যখনই কোনও একনায়ক ক্ষমতা দখলের চেষ্টা করেছে, দেশের মানুষ তাকে উপড়ে ফেলেছে। এখন আবার একজন স্বৈরশাসক গণতন্ত্রকে শেষ করতে চায়...আমি সেই স্বৈরশাসকের বিরুদ্ধে লড়াই করছি কিন্তু আমি একা কিছু করতে পারবা না। আমি ১৪০ কোটি মানুষের কাছে ভিক্ষা করতে এসেছি এই স্বৈরশাসকের হাত থেকে দেশকে বাঁচাতে আমাকে সমর্থন করার জন্য।"