নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর : সিবিআই ও ইডি অকারণে সবাইকে বিরক্ত করছে, এমনটা চলতে থাকলে দেশ কখনই এগোতে পারবে না। এমনই অভিমত পোষণ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার একটি সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল বলেছেন, লেফটেন্যান্ট গভর্নর, সিবিআই এবং বিজেপি তথাকথিত আবগারি কেলেঙ্কারিতে বিপুল অর্থের কথা তুলে ধরেছে, কিন্তু তিনি বুঝতে পারেননি এটি আসলে কী!
প্রসঙ্গত, শুক্রবারই দেশের বিভিন্ন জায়গায় মোট ৪০টি ঠিকানায় আবগারি দুর্নীতি মামলায় তল্লাশি চালিয়েছে ইডি। এই পরিস্থিতিতে কেজরিওয়ালের এই প্রতিক্রিয়া। কেজরিওয়াল এদিন সাংবাদিক সম্মেলনে বলেছেন, তাদের একজন (বিজেপি) নেতা বলেছেন এটি ৮ হাজার কোটি টাকার কেলেঙ্কারি, উপ-রাজ্যপাল বলছেন এটি ১৪৪ কোটি টাকার কেলেঙ্কারি এবং সিবিআই এফআইআর-এ জানিয়েছে ১ কোটি টাকার কেলেঙ্কারি। আমি বুঝতে পারছি না আবগারি কেলেঙ্কারি কী!