কিশতওয়ার, ১৬ সেপ্টেম্বর : ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ ৩৭০-এর কোনও স্থান নেই। জম্মু ও কাশ্মীরে নির্বাচনী প্রচারে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে এক নির্বাচনী প্রচারে অমিত শাহ বলেছেন, "ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস বলেছে, তাদের সরকার গঠিত হলে তারা ৩৭০ ধারা পুনর্বহাল করবে। ৩৭০ ধারা কি ফিরে আসা উচিত?... পাহাড়ি এবং গুর্জার ভাইয়েরা যে রিজার্ভেশন পেয়েছিলেন, ৩৭০ ধারা পুনরুদ্ধার করা হলে তা সম্ভব হবে না... কিন্তু আমি কাশ্মীরের বাতাবরণ পর্যবেক্ষণ করছি, ফারুক আবদুল্লাহ অথবা রাহুল গান্ধী কেউই এখানে সরকার গঠন করছেন না। ৩৭০ ধারা এখন ইতিহাসের অংশ। ভারতীয় সংবিধানে ৩৭০ ধারার কোনও স্থান নেই... কাশ্মীরে কখনওই দুই প্রধানমন্ত্রী, দুই সংবিধান এবং দুই পতাকা থাকতে পারে না। একটাই পতাকা থাকবে আর সেটা হল আমাদের তেরঙা।"
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, "আমি গুর্জরদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে পাহাড়িরা রিজার্ভেশন পাবে, এবং তা গুর্জরদের প্রভাবিত করবে না। এখন মোদী সরকার গুর্জর সংরক্ষণকে স্পর্শ না করে পাহাড়িদের সংরক্ষণ দিয়েছে... এখন গুর্জর এবং পাহাড়িদের আদিবাসী সংরক্ষণ রয়েছে, এখন আপনাদের সন্তানরাও কালেক্টর এবং ডিএসপি হতে পারবে... প্রধানমন্ত্রী মোদী তিনটি পরিবারের শাসন বাতিল করেছেন এবং রাজ্যে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী মোদী বিকশিত জম্মু ও কাশ্মীর করতে চান এবং ওবিসিদেরও সংরক্ষণের অধিকার দিতে চান।"