আসাম (১১ মে) ঃ নগাঁও জেলার অন্তর্গত কলিয়াবর বিধানসভা এলাকার রূপহিহাটে মাদকদ্রব্য সহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দুই মাদক পাচারকারীকে রশিদুল হক এবং বিলাল উদ্দিন বলে পরিচয় পাওয়া গেছে। তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। রূপহিহাট থানা সূত্রে জানা গেছে, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে কোচগাঁও এবং তামুলিটপ গ্রামে পৃথক পৃথক অভিযান চালিয়ে রশিদুল হক ও বিলাল উদ্দিনের হেফাজত থেকে সাবানের কেসে ভরতি বিপুল পরিমাণের মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। উভয়ের বিরুদ্ধে রূপহিহাট থানায় এনডিএপিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী পুলিশ অফিসার।