হামিরপুর, ৪ জুন : হিমাচল প্রদেশের হামিরপুর সংসদীয় আসনে জয়লাভ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা এই আসনের বিজেপি প্রার্থী অনুরাগ সিং ঠাকুর। বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করেছেন তিনি। কংগ্রেসের সতপাল রাইজাদা এবং বহুজন সমাজ পার্টির হেম রাজ-কে হারিয়েছেন অনুরাগ সিং ঠাকুর।
অনুরাগ সিং ঠাকুরের প্রাপ্ত ভোট ৬০,৭০,৬৮। ১৮,২৩,৫৭ অধিক ভোটে জিতেছেন তিনি। বিজেপি কর্মীরা এদিন হামিরপুরে বিজেপি অফিসে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের জয় উদযাপন করেন। অনুরাগ বলেন, "এটা (বিজেপি) কর্মীদের এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের জয়। আমি হামিরপুর সংসদীয় আসনের জনগণ, বিজেপি কর্মী এবং প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানাতে চাই। তাঁর নেতৃত্বে আমরা দেশকে এগিয়ে নিয়েছি... হিমাচল প্রদেশের ৪টি আসনের সবকটিতেই বিজেপি জিতেছে।"