Country

3 weeks ago

Anurag Singh Thakur : তদন্ত থেকে পালাচ্ছেন ভূপেশ বাঘেল, তিনি "মহাদেব" দ্বারা অভিশপ্ত : অনুরাগ ঠাকুর

Anurag Singh Thakur (File picture)
Anurag Singh Thakur (File picture)

 

রায়পুর, ১৪ নভেম্বর: তদন্ত থেকে পালাচ্ছেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, তিনি "মহাদেব" দ্বারা অভিশপ্ত। বললেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। মঙ্গলবার ছত্তিশগড়ের রায়পুরে এক সাংবাদিক সম্মেলনে দুর্নীতি ইস্যুতে কংগ্রেস তথা ছত্তিশগড় সরকারকে আক্রমণ করেন তিনি। বলেন, "পাঁচ বছর পর প্রতিটি সরকারকে নিজেদের রিপোর্ট কার্ড উপস্থাপন করতে হবে। যদিও (ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী) ভূপেশ বাঘেল নিজের সরকারের দুর্নীতির কারণে রিপোর্ট কার্ড উপস্থাপন করা থেকে পালিয়ে বেড়াচ্ছেন। ছত্তিশগড়ের মানুষ জিজ্ঞেস করছেন, আর কতদিন তিনি পালাবেন? তারা এখন বলছে 'বোহাত হুয়া সত্তে কা খেল, বাই বাই ভূপেশ বাঘেল'।"

কংগ্রেসের তীব্র সমালোচনা করে অনুরাগ বলেছেন, "রাজস্থানে ১৯টি পেপার ফাঁস হয়েছে... ছত্তিশগড়ে শুধুমাত্র কংগ্রেসের মানুষজনই চাকরি পেয়েছে... আমরা পেপার ফাঁস হতে দেব না... আমরা যুবকদের কর্মসংস্থান দেব... ইউপিএসসি-র মতো পিএসসি পরীক্ষা হবে, সততার সঙ্গে।" অনুরাগ জোর দিয়ে বলেছেন, "মহাদেব অ্যাপ কেলেঙ্কারির পরে, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী মুখ লুকাচ্ছেন... দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারিতে জড়িতরা যেমন পালাতে পারেনি, এখানেও কেউ পালাতে পারবে না... যদি আপনি গ্যারান্টি নিতে চান, প্রধানমন্ত্রী মোদীর (প্রদত্ত) গ্যারান্টি নিন... ভূপেশ বাঘেল সরকার পাঁচ বছরে যা দিতে পারেনি, আমরা পাঁচ সপ্তাহের মধ্যে দেব। এটা প্রধানমন্ত্রী মোদীর গ্যারান্টি।"

You might also like!