Country

3 weeks ago

Bihar Elections: প্রশান্তের জন সূরজ পার্টিতে যোগ দিলেন অনুপ কুমার শ্রীবাস্তব

Anup kumar srivastava joins Jan Suraj Party
Anup kumar srivastava joins Jan Suraj Party

 

পাটনা, ২৪ অক্টোবর : বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রশান্ত কিশোরের জন সূরজ পার্টিতে যোগ দিলেন অনুপ কুমার শ্রীবাস্তব। অনুপ হলেন গোপালগঞ্জের নির্দল প্রার্থী। শুক্রবার প্রশান্ত কিশোরের উপস্থিতিতে তিনি জন সূরজ পার্টিতে যোগ দেন। গোপালগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জন সূরজ পার্টির প্রার্থী শশী শেখর সিনহা তাঁর মনোনয়ন প্রত্যাহার করার পর, জন সূরজ পার্টি এখন নির্দল প্রার্থী অনুপ কুমার শ্রীবাস্তবকে সমর্থন করছে। উল্লেখ্য, আর কিছু দিন পরই বিহারে ভোট, দুই দফায় ৬ ও ১১ নভেম্বর। ফল ঘোষণা ১৪ নভেম্বর। তার আগে রাজনৈতিক দলগুলির মধ্যে প্রচার অভিযান চলছে জোরকদমে। অনেকেই বিভিন্ন দলে যোগ দিচ্ছেন।

You might also like!