Country

2 weeks ago

Muda land corruption case : আর্জি খারিজ করলো হাইকোর্ট, মুডা জমি দুর্নীতি মামলায় বিপাকে সিদ্দারামাইয়া

Siddaramaiyah (symbolic picture)
Siddaramaiyah (symbolic picture)

 

বেঙ্গালুরু, ২৪ সেপ্টেম্বর : মুডা জমি দুর্নীতি মামলায় বিপাকে পড়লেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। এই দুর্নীতিতে তদন্তের নির্দেশ দিয়েছিলেন কর্ণাটকের রাজ্যপাল। সেই নির্দেশের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। মঙ্গলবার সিদ্দারামাইয়ার আর্জি খারিজ করে দিয়েছে কর্ণাটক হাইকোর্টের নাগপ্রসন্ন বেঞ্চ।

মুডা কেলেঙ্কারিতে অভিযোগকারী টি জে আব্রাহামের আইনজীবী রঙ্গনাথ রেড্ডি বলেছেন, "কর্ণাটকের রাজ্যপালের অনুমোদনের নির্দেশকে চ্যালেঞ্জ সংক্রান্ত আবেদন খারিজ করা হয়েছে। এখনও পর্যন্ত লোকায়ুক্তকে বিশেষ আদালতের সামনে নিয়ে আসা হবে এবং তারপরে আমরা ভাবব এটি সিবিআই অথবা অন্য কোনও তদন্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে কিনা।" কর্ণাটকের মন্ত্রী রামালিঙ্গা রেড্ডি বলেছেন, "আমাদের আইনের প্রতি আস্থা আছে। আমরা এর বিরুদ্ধে লড়াই করব। আমরা মুখ্যমন্ত্রীর পাশে আছি।"


You might also like!