ঋষিকেশ, ২৫ সেপ্টেম্বর : ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট না আসায় এবং পরিবারের একজন সদস্যের সরকারি চাকরির দাবিতে অঙ্কিতা ভান্ডারীর শেষকৃত্য আটকে দিল পরিবার। পরিবারের এই সিদ্ধান্তে নড়েচড়ে বসেছে প্রশাসন। ঘটনাস্থলে উপস্থিত প্রশাসনিক কর্তারা পরিবারের সদস্যদের বোঝানোর চেষ্টা করছেন।
এইমস ঋষিকেশ হাসপাতালে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ময়নাতদন্তের পর শনিবার সন্ধ্যায় অঙ্কিতার দেহ তার আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রশাসন মৃতদেহের শেষকৃত্যের ব্যবস্থাও করেছিল, কিন্তু পরিবারের সদস্যরা সূর্যাস্তের পরে শেষকৃত্য করতে অস্বীকার করে এবং রবিবার শেষকৃত্য করার কথা বলে। তাই গভীর রাতে এইমস ঋষিকেশ থেকে মৃতদেহ এনে শ্রীনগর মেডিকেল কলেজের মর্গে রাখা হয়।
রবিবার সকালে পরিবারের সদস্যরা প্রাথমিক পোস্টমর্টেম রিপোর্টে পরিবর্তনের ভয়ে সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে অঙ্কিতার মৃতদেহ দাহ করতে অস্বীকার করেন। মৃতদেহের ময়নাতদন্তের দাবি জানিয়ে অঙ্কিতার ভাই জানিয়েছেন, চূড়ান্ত রিপোর্ট আসার পরই শেষকৃত্য করা হবে। অঙ্কিতার বাবা বীরেন্দ্র ভান্ডারি বলেন, প্রশাসন তাড়াহুড়ো করে রিসোর্টে অঙ্কিতার ঘর ভেঙে দিয়েছে। এখন ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পরই অঙ্কিতার শেষকৃত্য করা হবে। পরিবারের সদস্যদের শেষকৃত্যের জন্য রাজি করাতে ব্যস্ত প্রশাসনিক দল। এসডিএম শ্রীনগর অজয়বীর সিং বলেন, শেষকৃত্যের সময় কোনও ত্রুটি এড়াতে পুলিশ ও প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করেছে।