Country

4 weeks ago

Money Laundering Case: আর্থিক তছরুপের ঘটনায় গ্রেফতার অনিল আম্বানির সহযোগী

Anil Ambani's Aide Ashok Kumar Pal Arrested
Anil Ambani's Aide Ashok Kumar Pal Arrested

 

নয়াদিল্লি, ১১ অক্টোবর : আর্থিক তছরুপের ঘটনায় গ্রেফতার রিলায়েন্স পাওয়ার লিমিটেডের পদস্থ আধিকারিক তথা অনিল আম্বানির সহযোগী অশোক কুমার পাল। রিলায়েন্স পাওয়ার লিমিটেডের ভুয়ো ব্যাঙ্ক গ্যারান্টি এবং ভুয়ো ইনভয়েসিং মামলায় রিলায়েন্স পাওয়ার লিমিটেডের প্রধান আর্থিক কর্তা (সিএফও) অশোক কুমার পালকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি-র পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লির অফিসে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার রাতে অশোক কুমার পালকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাকে রিমান্ডের আবেদনের জন্য বিচারকের সামনে হাজির করা হবে

You might also like!