দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তেলেঙ্গানার পুরনো গৌরব উদ্ধার করবে টিডিপি, এমনটাই জানালেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। চন্দ্রবাবু নাইডু দলের কর্মীদের বলেন, এ রাজ্যের আগের গৌরব উদ্ধার করবে টিডিপি। এই রাজ্য গোটা দেশের মধ্যে নিজের আলাদা জায়গা করে নেবে।
হায়দারাবাদে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির সঙ্গে বৈঠক করেন নাইডু। দুজনে মিলে এই রাজ্যের উন্নতি করতে চান বলেও জানিয়ে দেন নাইডু। তেলেঙ্গানার পাশাপাশি অন্ধ্র প্রদেশেও শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, বিনিয়োগ সবেতেই কাজ করতে হবে বলে কর্মীদের ডাক দেন তিনি। তিনি বলেন, অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা তাঁর দুই চোখের মতো।