নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর : গেরুয়া শিবিরে যোগ দেওয়ার প্রাক্কালে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পঞ্জাব লোক কংগ্রেসের প্রধান ক্যাপ্টেন অমরিন্দর সিং। সোমবার দিল্লিতে নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। উভয়ের মধ্যে বেশ কিছু সময় কথাও হয়েছে। সোমবারই বিজেপিতে যোগ দিতে চলেছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।
এদিকে, ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের বিজেপিতে যোগদানকে ভালো নজরে দেখছে না কংগ্রেস। কংগ্রেস সাংসদ দীপেন্দর হুডা বলেছেন, আমি মনে করি ক্যাপ্টেন অমরিন্দর সিং ভুল সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর বিজেপিতে যোগ দেওয়াকে মানুষ ভালোভাবে নেবেন না। একইসঙ্গে তিনি দাবি করেছেন, হরিয়ানা কংগ্রেসের নেতাদের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই।