নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর : কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-কেও তোপ দেগেছেন অমিত শাহ। রবিবার জম্মু ও কাশ্মীরে এক নির্বাচনী জনসভায় খাড়গে বলেছিলেন, আমরা জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরে পাওয়ার জন্য লড়াই চালিয়ে যাব। আমার ৮৩ বছর বয়স, এত তাড়াতাড়ি আমি মারা যাব না, প্রধানমন্ত্রী মোদীকে ক্ষমতা থেকে সরানো পর্যন্ত আমি বেঁচে থাকব।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের এই মন্তব্যের সমালোচনা করে সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেলে লিখেছেন, "তিক্ত প্রদর্শনে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অকারণে প্রধানমন্ত্রী মোদীকে তাঁর ব্যক্তিগত স্বাস্থ্যের বিষয়ে টেনে এনেছেন, এই বলে যে তিনি প্রধানমন্ত্রী মোদীকে ক্ষমতা থেকে সরিয়ে দিলেই তিনি মারা যাবেন। এটা শুধু দেখায় যে, কংগ্রেসের লোকজন প্রধানমন্ত্রী মোদীর প্রতি কতটা ঘৃণা এবং ভয় করে, তাঁরা প্রতিনিয়ত তাঁকে নিয়ে ভাবছে। খাড়গেজির স্বাস্থ্যের জন্য মোদীজি প্রার্থনা করেন, আমি প্রার্থনা করি এবং আমরা সকলেই প্রার্থনা করি, তিনি যেন দীর্ঘায়ু ও সুস্থ জীবন পান। তিনি যেন বহু বছর বেঁচে থাকেন।"