Country

6 months ago

Amit Shah: পরশুরামের জন্মবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা অমিত শাহর

Amit Shah wishes the countrymen on the birth anniversary of Parashuram
Amit Shah wishes the countrymen on the birth anniversary of Parashuram

 

কলকাতা, ১০ মে: “ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরামের জন্মবার্ষিকীতে দেশবাসীকে জানাই শুভেচ্ছা”। শুক্রবার এক্স হ্যান্ডলে এ কথা লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তিনি লিখেছেন, “অস্ত্র ও শাস্ত্রের একজন মহান বিশেষজ্ঞ ভগবান পরশুরাম তাঁর তপস্যা ও সাহসিকতার মাধ্যমে মানবজাতিকে উপকৃত করেছিলেন। আমি সমস্ত দেশবাসীর সুখ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের জন্য ভগবান পরশুরাম জির কাছে প্রার্থনা করি।”

প্রসঙ্গত, পরশুরাম বিষ্ণুর ষষ্ঠ অবতার। নামের আক্ষরিক অর্থ কুঠার হস্তে রাম। তিনি ত্রেতা যুগে এবং দ্বাপর যুগে বর্তমান ছিলেন। পরশুরামের বাবা জমদগ্নি ব্রাহ্মণ

হলেও, মা রেণুকা ছিলেন ক্ষত্রিয়। কঠোর তপস্যা করে তিনি শিবের থেকে ‘পরশু’ লাভ করেন এবং যুদ্ধবিদ্যা শেখেন। কথিত আছে, তিনি সমুদ্রের আগ্রাসন থেকে কোঙ্কণ ওমালাবার অঞ্চলকে রক্ষা করেছিলেন। এই কারণে কেরল ও কোঙ্কণ উপকূলীয় অঞ্চলকে পরশুরাম ক্ষেত্র বলা হয়।

পরশুরাম ছিলেন ব্রহ্মক্ষত্রিয়। তিনিই ছিলেন প্রথম যোদ্ধা ঋষি। তাঁর মা অযোধ্যার সূর্যবংশের সন্তান ছিলেন। উল্লেখ্য, এই বংশেই রামচন্দ্রের জন্ম হয়। পরশুরাম ছিলেন শিবের উপাসক।


You might also like!