মুম্বই, ২৮ আগস্ট : আগামী ৫ সেপ্টেম্বর মুম্বই সফর করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর এটাই অমিত শাহের প্রথম সফর। এই সফরে অমিত শাহ মুম্বইয়ের বিখ্যাত গণপতি লালবাগ রাজার দর্শন করবেন।
সেই সঙ্গে দাদরে অবস্থিত সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়ে গণপতিও দর্শন করবেন অমিত শাহ। তিনি মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে, উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস, মুম্বই বিজেপির সভাপতি আশিস শেলারের বাসভবনে উপবিষ্ট ভগবান গণেশকেও দেখতে যাবেন।
এর পরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাও ১৫ এবং ১৬ সেপ্টেম্বর মুম্বই সফরে যাচ্ছেন। নড্ডার সফরের বিস্তারিত এখনও পাওয়া যায়নি।