Country

5 days ago

Amit Shah: দিল্লিতে 'ইউনিটি রান'-এর আয়োজন, পতাকা নেড়ে সূচনা করলেন অমিত শাহ

Amit Shah
Amit Shah

 

নয়াদিল্লি, ২৯ অক্টোবর : 'জাতীয় ঐক্য দিবস' উপলক্ষ্যে মঙ্গলবার সকালে দিল্লিতে আয়োজিত হল 'ইউনিটি রান'। পতাকা নেড়ে 'ইউনিটি রান'-এর সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া, মনোহর লাল খাট্টার, নিত্যানন্দ রাই এবং দিল্লির উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনা প্রমুখ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন বলেছেন, "এবার ৩১ অক্টোবর দীপাবলি উৎসব রয়েছে। তাই ২৯ অক্টোবর ধনতেরাসের শুভ মুহূর্তে ৩১ অক্টোবরের ইউনিটি রানের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৫ সালের ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ঐক্য ও অখণ্ডতার জন্য মহান সর্দার প্যাটেলের স্মরণে ইউনিটি রান আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এখন যখন আমরা সবাই ঐক্য দিবসে একতা দৌড়ের জন্য এখানে জড়ো হয়েছি, তখন এই ইউনিটি রান শুধু ভারতের ঐক্যের জন্য একটি অঙ্গীকার নয়, এখন ইউনিটি রান একটি 'বিকশিত ভারত'-এর জন্যও একটি অঙ্গীকারে পরিণত হয়েছে।"আক্ষেপ প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, "এটা দুর্ভাগ্যজনক যে বছরের পর বছর ধরে সর্দার প্যাটেলকে ভুলে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। বহু বছর ধরে তিনি ভারতরত্ন সম্মান থেকে বঞ্চিত ছিলেন। কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের কেভাড়িয়ায় বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি স্থাপন করে সর্দার প্যাটেলের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে কাজ করেছেন।"

You might also like!