নয়াদিল্লি, ১১ এপ্রিল : জম্মু ও কাশ্মীর থেকে সুখবর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার এক্স মাধ্যমে অমিত শাহ জানিয়েছেন, হুরিয়তের আরেকটি সহযোগী সংগঠন, জম্মু ও কাশ্মীর গণ আন্দোলন, বিচ্ছিন্নতাবাদকে প্রত্যাখ্যান করেছে, ভারতের ঐক্যের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতি ঘোষণা করেছে। অমিত শাহ আরও জানান, আমি তাদের এই পদক্ষেপকে আন্তরিকভাবে স্বাগত জানাই। এখনও পর্যন্ত ১২টি হুরিয়ত-সংশ্লিষ্ট সংগঠন বিচ্ছিন্নতাবাদ থেকে বিচ্ছিন্ন হয়েছে, ভারতের সংবিধানের উপর আস্থা রেখে। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এক ভারত, শ্রেষ্ঠ ভারত-এর দৃষ্টিভঙ্গির বিজয়।"