Country

8 months ago

কিশনগঞ্জে চারটি বিওপি ভবনের উদ্বোধন, অমিত শাহ বললেন দেশের সীমানা সম্পূর্ণ সুরক্ষিত

Amit Shah inaugurates building of four BOPs
Amit Shah inaugurates building of four BOPs

 


কিশনগঞ্জ, ২৪ সেপ্টেম্বর : বিহারের কিশনগঞ্জের এসএসবি ক্যাম্পে সীমান্ত পর্যবেক্ষণ পোস্ট (বিওপি)-এর চারটি ভবনের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন জোর দিয়ে বলেছেন, দেশের সীমানা সম্পূর্ণ সুরক্ষিত। কিশনগঞ্জের এসএসবি ক্যাম্পে ফতেপুর, পেকটোলা, বেড়িয়া, আমগাছি এবং রানিগঞ্জে চারটি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) ভবন উদ্বোধনের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নেপালের উন্মুক্ত সীমান্ত নিরাপত্তা কর্মীদের জন্য চ্যালেঞ্জিং। নেপাল ও বাংলাদেশ থেকে অনুপ্রবেশ, চোরাচালান এবং মানব ও পশুপাচার রোধ করতে সীমান্তে সতর্ক থাকতে সীমা সুরক্ষা বল (এসএসবি)-এর জওয়ানদের প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, সীমান্তবর্তী এলাকায় নিখুঁত নিরাপত্তা নিশ্চিত করতে এসএসবি-র উচিত ড্রোন এবং সিসিটিভি-সহ সর্বাধুনিক প্রযুক্তি গ্রহণ করা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, এসএসবি জওয়ানরা শুধুমাত্র সীমান্তবর্তী অঞ্চলগুলিই রক্ষা করছেন না, বরং বিহার এবং ঝাড়খণ্ডে নকশাল ঝুঁকি নির্মূল করার জন্য প্রশংসনীয় কাজ করছেন। কিশনগঞ্জের বিএসএফ ক্যাম্পে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিএসএফ, এসএসবি এবং আইটিবিপি-র মহাপরিচালকদের মধ্যে সীমান্ত নিরাপত্তা নিয়ে একটি বৈঠক হয়েছে এদিন। এই বৈঠকে সীমান্ত এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহারের কিশনগঞ্জেরবুড়ি কালী মন্দিরে পূজার্চনা করেন। আরতিতে অংশ নেন তিনি। অমিত শাহ হলেন প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যিনি এই মন্দিরে পুজো করেছেন।

You might also like!