রায়পুর, ২৫ আগস্ট : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ে তিনদিন ব্যাপী সফরে গেছেন। রবিবারই এই সফরের শেষ দিন। এদিন নব রায়পুরে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আঞ্চলিক দফতর উদ্বোধন করেন তিনি।
কেন্দ্রীয় সচিবালয়ে শুরু হওয়া এই দফতরের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই, উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা প্রমুখ। দফতর উদ্বোধনের পর পর্যালোচনা বৈঠকও হয় এদিন।