নয়াদিল্লি, ১৩ আগস্ট : "হর ঘর তিরঙ্গা" অভিযানের অঙ্গ হিসেবে নিজস্ব বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার সকালে নিজের দিল্লির বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তাঁর স্ত্রী সোনল শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন তিরঙ্গা উত্তোলনের মাধ্যমে হর ঘর তিরঙ্গা অভিযানের সূচনা করেছেন। এদিন নিজের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি সমগ্র দেশবাসীর কাছে হর ঘর তিরঙ্গা অভিযান সফল করার আহ্বান জানিয়েছেন তিনি এবং ১৩ থেকে ১৫ আগস্ট নিজস্ব বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার আহ্বান জানিয়েছেন। টুইট বার্তায় তিনি জানান, "তিরঙ্গা আমাদের গর্ব। জাতীয় পতাকা ভারতীয়দের একত্রিত করে এবং অনুপ্রাণিত করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ''হর ঘর তিরঙ্গা'' আহ্বানে সাড়া দিয়ে নতুন দিল্লির বাসভবনে তিরঙ্গা উত্তোলন করেছি এবং আমাদের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি, যাঁরা মাতৃভূমির জন্য সর্বস্ব উৎসর্গ করেছিলেন।" এদিন লখনউতে হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দেহরাদূনে জাতীয় পতাকা উত্তোলন করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।