জয়পুর, ১৫ নভেম্বর: আমিন পাঠান যোগ দিলেন কংগ্রেসে, আমিন পাঠান হলেন রাজস্থান সংখ্যালঘু মোর্চা ও রাজস্থান হজ কমিটির প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি। বুধবার জয়পুরে রাজস্থানের মুখ্যমন্ত্রী ও রাজস্থানে কংগ্রেসের ভারপ্রাপ্ত নেতা সুকজিন্দর সিং রান্ধাওয়ার উপস্থিতিতে আমিন পাঠান যোগ দিয়েছেন কংগ্রেসে। কংগ্রেসে যোগ দেওয়ার প্রাক্কালে আমিন বলেছেন, "বিগত ২৫ বছর ধরে, আমি একজন কর্মী, কাউন্সিলর, বিজেপির বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান হয়েছি। মনে হচ্ছে গুজরাটের কিছু মানুষ এবং শিল্পপতিদের প্রচার করা হচ্ছে, এটা সেই বিজেপি নয়। এখন অটল বিহারী বাজপেয়ী এবং ভৈরন সিং শেখাওয়াতের মতো নেতা নেই, মনে হচ্ছে বিজেপি নিজ প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হয়েছে।"
এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মূর্খের সর্দার' মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি বলেছেন, "এটা খুবই দুর্ভাগ্যজনক। প্রধানমন্ত্রীর পদ মর্যাদার অধিকারী... যতই সমালোচিত হয়, ততই মর্যাদা কমে যায়। একজন মানুষ যদি মর্যাদার পদে অধিষ্ঠিত হন, কিন্তু এই ধরনের কথা বলেন, তাঁর কাছ থেকে আপনারা কী আশা করতে পারেন?"