তিরুপতি, ২৪ সেপ্টেম্বর : অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে লাড্ডু প্রসাদ বিতর্কে এবার বিক্ষোভ প্রদর্শন করলো অন্ধ্রপ্রদেশ হিন্দু সাধু পরিষদ। মঙ্গলবার হিন্দু সাধু পরিষদের পক্ষ থেকে সাধুরা শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করেন। লাড্ডু প্রসাদ বিতর্কে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে তিরুমালা তিরুপতি দেবস্থানাম প্রশাসনিক ভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা।
অন্ধ্রপ্রদেশের পূর্বতন সরকার ও প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির তীব্র সমালোচনা করেন তাঁরা। অন্ধ্রপ্রদেশ সাধু পরিষদের সভাপতি স্বামী শ্রীনিবাসানন্দ সরস্বতী বলেছেন, "আগের সরকার, ওয়াইএস জগন মোহন রেড্ডি অনেক 'অপচার' করেছিলেন। তিনি তিরুমালা ক্ষেত্রকে একটি ব্যবসা কেন্দ্র হিসাবে দেখেছিলেন। তিনি এটিকে আধ্যাত্মিক, তীর্থযাত্রা কেন্দ্র হিসেবে স্বীকৃতি দেননি। তিনি ভগবান ভেঙ্কটেশ্বরের পবিত্রতাকে অপবিত্র করেছেন...তিনি কখনওই হিন্দুদের অনুভূতিকে সম্মান করেননি।"