নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর : ইডি তাঁর বাড়িতে এসেছে, তাঁকে গ্রেফতার করতে, এমনই চাঞ্চল্যকর দাবি করলেন আম আদমি পার্টির বিধায়ক আমানাতুল্লাহ খান। সোমবার সকাল ৬.২৯ মিনিট নাগাদ নিজের এক্স হ্যান্ডেলে আমানাতুল্লাহ খান লিখেছেন, "ইডি আমার বাড়িতে এসেছে, আমাকে গ্রেফতার করতে। এরপর এক ভিডিও বার্তায় আমানাতুল্লাহ খান বলেছেন, "এখন সকাল ৭টা। তল্লাশি ওয়ারেন্টের নামে ইডি আমাকে গ্রেফতার করতে আমার বাসভবনে এসেছে। আমার শাশুড়ির ক্যান্সার ধরা পড়েছে। চারদিন আগে তাঁর অপারেশন হয়েছে। সেও আমার বারুতে। আমি তাঁদের (ইডি) কাছে চিঠি লিখেছি এবং প্রতিটি নোটিশের জবাব দিয়েছি। তাঁদের উদ্দেশ্য একটাই, আমাকে গ্রেফতার করা এবং আমাদের কাজ বন্ধ করা। গত দুই বছর ধরে এসব লোকজন আমাকে হয়রানি করছে, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করছে। প্রতিদিন, তাঁরা শুধু আমার নয়, আমার পুরো দলের জন্যই কোনও না কোনও সমস্যা তৈরি করছে... আমরা তাদের কাছে মাথা নত করব না, তাঁদের ভয়ও করব না, তাঁরা আমাদের জেলে পাঠাবে। আমি আশাবাদী যে, আমরা আগে যেভাবে আদালতে ন্যায়বিচার পেয়েছি, এবারও আমরা ন্যায়বিচার পাব।