নান্দিওয়ালা, ১২ মে: চতুর্থ দফার নির্বাচনের আগেই আইনি বিপাকে আল্লু অর্জুন। দক্ষিণের সুপারস্টারের বিরুদ্ধে থানায় দায়ের হয়েছে অভিযোগ।
শনিবার অন্ধ্রপ্রদেশের নান্দিওয়ালায় জগন রেড্ডির দলের বিধায়ক রবিচন্দ্র কিশোর রেড্ডির বাড়িতে গিয়েছিলেন আল্লু। সুপারস্টার আসার খবর পেয়েই সেখানে ভিড় জমে যায়। অসংখ্য মানুষ ভিড় করেন।
সোমবার চতুর্থ দফার নির্বাচন। তার আগে এমন জমায়েতের অনুমতি নেই। সেই কারণেই এই অভিযোগ। আল্লু অর্জুন ও রবিচন্দ্র কিশোর রেড্ডির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন নান্দিওয়ালা গ্রামীণ এলাকার ডেপুটি তহসিলদার পি রামাচন্দ্র রাও। ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগও জানানো হয়েছে।