Country

2 weeks ago

Waqf Bill: সমস্ত বিরোধী দলই জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে চলেছে,চিরাগ পাসোয়ান

Chirag Paswan
Chirag Paswan

 

পাটনা, ৫ এপ্রিল : ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বিরোধীদের ভূমিকার তীব্র নিন্দা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা লোক জনশক্তি পার্টির নেতা চিরাগ পাসোয়ান। তিনি বলেছেন, সমস্ত বিরোধী দলই জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে চলেছে। লোকসভা ও রাজ্যসভায় পাস হয়েছে ওয়াকফ সংশোধনী বিল, এখন তা আইনে পরিণত হওয়ার অপেক্ষায়। কিন্তু, বিরোধীরা এই বিলের বিরুদ্ধাচরণ করে চলেছেন। এরই প্রেক্ষিতে শনিবার চিরাগ পাসোয়ান বলেছেন, "বিরোধী দল সবসময় এই পদ্ধতিতেই কাজ করে আসছে। এই সমস্ত দলই জনগণকে বিভ্রান্ত করার, বিভ্রান্তি ছড়ানোর, মিথ্যা বলার এবং মিথ্যা বর্ণনা দেওয়ার চেষ্টা করে আসছে। এটি সমস্ত বিরোধী দলের ধারাবাহিক প্রচেষ্টা।"

You might also like!