আলিগড় (উত্তরপ্রদেশ), ২৯ সেপ্টেম্বর : বৃহস্পতিবার সকালে উত্তরপ্রদেশের আলিগড়ের একটি কারখানায় গ্যাস লিক ঘটনা ঘটে। ওই কারখানায় মাংস প্রক্রিয়াকরণের কাজ করা হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কারখানার ভিতরে রোজের কাজ চলাকালীনই অ্য়ামোনিয়া গ্যাস লিক করে।ঘটনার জেরে ৫৯ জন শ্রমিক ও কর্মচারী অসুস্থ হয়ে পড়েন। প্রশাসনের তরফে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি একটি দুর্ঘটনা।
তবে, এই দুর্ঘটনার জন্য কারখানা কর্তৃপক্ষের কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সেখানে অগ্নিনির্বাপনব্যবস্থা ঠিক মতো কাজ করছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে, কীভাবে গ্যাস লিক হল, কেন আগে থেকে দুর্ঘটনার আঁচ পাওয়া গেল না, সেসবও খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই ওই কারখানার মালিক-সহ মোট ছ'জনকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনায় ৫৯ জন কর্মী অসুস্থ হয়ে পড়লেও সকলকেই সময় থাকতে উদ্ধার করা সম্ভব হয়েছে। রোরাওয়ার থানা এলাকার এই ঘটনায় এখনও পর্যন্ত কারও প্রাণনাশেরও খবর পাওয়া যায়নি।দুর্ঘটনার পরই অসুস্থদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।