Country

1 year ago

Akshay kumar: ভোট দিলেন অক্ষয় কুমার, অভিনেতা বললেন দেশ উন্নত ও মজবুত হোক

Akshay kumar (File Picture)
Akshay kumar (File Picture)

 

মুম্বই, ২০ মে: লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন অভিনেতা অক্ষয় কুমার। সোমবার সকাল সকালই ভোট দেন অভিনেতা অক্ষয় কুমার। মুম্বইয়ের এক ভোট কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। নিজেও ভোট দেন এবং অন্যদেরও ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

ভোট দিয়ে বেরিয়ে অভিনেতা অক্ষয় কুমার বলেন, ‘‘আমি চাই আমার ভারত বিকশিত, মজবুত থাকুক। সেটা মাথায় রেখেই আমি ভোট দিয়েছি। সকলকে বলব ভোট দেওয়ার জন্য।" মুম্বইয়ে এবার ভোটের হার ভালো হবেই বলেই আশা প্রকাশ করেছেন অভিনেতা অক্ষয় কুমার।

You might also like!