Country

4 weeks ago

‘Attack on democracy’: অখিলেশের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড, বিজেপিকে তোপ সপা-র

Akhilesh Yadav
Akhilesh Yadav

 

লখনউ, ১১ অক্টোবর : অখিলেশ যাদবের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে, এমনই দাবি করলো তাঁর দল সমাজবাদী পার্টি। সপা-র অভিযোগ, বিরোধীদের কণ্ঠস্বর দমন করার জন্য ভারতীয় জনতা পার্টি এমনটা করেছে। সমাজবাদী পার্টির (এসপি) নেতা ফখরুল হাসান চাঁদ এক্স-এ একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে তিনি জানান, অখিলেশ যাদবের অ্যাকাউন্ট স্থগিত করা গণতন্ত্রের ওপর আক্রমণ।

এক্স-এ সপা নেতা ফখরুল লেখেন, "দেশের তৃতীয় বৃহত্তম দলের জাতীয় সভাপতি অখিলেশ যাদবজির ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড করা গণতন্ত্রের ওপর আক্রমণ। বিজেপি সরকার দেশে একটি অঘোষিত জরুরি অবস্থা জারি করেছে, যেখানে তারা বিরোধী দলের প্রতিটি কণ্ঠস্বরকে দমন করতে চায়।"

You might also like!