Country

1 year ago

Akhilesh Yadav reacts on Modi Govt : মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপিকে আক্রমণ অখিলেশ-র

Akhilesh Yadav reacts on Modi Govt
Akhilesh Yadav reacts on Modi Govt

 

লখনউ, ৪ সেপ্টেম্বর  : ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি নিয়ে রবিবার বিজেপি সরকারকে আক্রমণ করলেন সমাজবাদী পার্টির (সপা) জাতীয় সভাপতি অখিলেশ যাদব। মূল্যবৃদ্ধির সাহায্যে দেশে অপুষ্টি বৃদ্ধির জন্য বিজেপিকে দায়ী করেন তিনি।

রবিবার দলের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে বিজেপি সরকারকে আক্রমণ করলেন অখিলেশ যাদব। তিনি বলেন, 'ভারতীয়দের খাদ্য ও পানীয়ের কারণে ভাল রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। সেই কারণেই আমরা অন্যান্য দেশের তুলনায় করোনার মত মহামারীর বিরুদ্ধে লড়াই করেছি। কিন্তু লক্ষ লক্ষ লোক বিজেপির নেতিবাচক শাসনের কারণে প্রাণ হারিয়েছে। এখন মূল্যবৃদ্ধির কারণে দেশে অপুষ্টি বাড়ছে, এর জন্য দায়ী বিজেপি সরকার।

আরেকটি টুইটের মাধ্যমে যোগী সরকারকে নিশানা করলেন অখিলেশ। তিনি খনি মাফিয়া শৈলেন্দ্র সিংকে মন্ত্রী দেব সিংয়ের আত্মীয় বলে বর্ণনা করেছেন। তিনি কটাক্ষ করেন, যোগীজি, তিনি যদি মন্ত্রীর আত্মীয় হন, তবে তাকে গ্রেফতার করা হবে না, এমনকি একটি বুলডোজারও কাজ করবে না।

You might also like!