Country

2 months ago

Akhilesh Yadav : বিজেপির লোকজন মিথ্যাবাদী, তাঁরা যা প্রতিশ্রুতি দেয় তা পূরণ করে না : অখিলেশ যাদব

Akhilesh Yadav (File Picture)
Akhilesh Yadav (File Picture)

 

রেওয়া, ২৭ সেপ্টেম্বর : বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন সমাজবাদী পার্টির প্রধান ও উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। বুধবার মধ্যপ্রদেশের রেওয়াতে এক নির্বাচনী জনসভায় অখিলেশ যাদব বলেছেন, "এই (বিধানসভা) নির্বাচনকে দেশের নির্বাচন হিসেবে বিবেচনা করুন। আগামী নির্বাচনে আপনাদের ভোট একটি বার্তা দেবে...বিজেপির লোকজন মিথ্যাবাদী, তাঁরা যা প্রতিশ্রুতি দেয় তা পূরণ করে না। বলা হয়েছিল কৃষকদের আয় দ্বিগুণ হবে কিন্তু মুদ্রাস্ফীতি দ্বিগুণ হয়েছে।"

নির্বাচনী জনসভায় যোগ দিতে বুধবার দুপুরেই রেওয়াতে পৌঁছন অখিলেশ যাদব। তিনি তখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "বহু বছর ধরে মধ্যপ্রদেশে সমাজবাদী পার্টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, সমাজবাদী মধ্যপ্রদেশে কাজ করেছে এবং এখানে সমাজতান্ত্রিক মতাদর্শের প্রয়োজন আছে, এখানে বেকারত্ব, মুদ্রাস্ফীতি ও অবিচার বেড়েছে। আমরা আশা করি এবার সমাজবাদী পার্টি আরও বেশি আসনে জিতবে।"

You might also like!