Country

11 months ago

Akhilesh Yadav:অখিলেশ, ডিম্পল ও রাহুল ভোটে হারবেই, উন্নাও-এ ভোট দিয়ে বললেন সাক্ষী মহারাজ

Akhilesh Yadav
Akhilesh Yadav

 

উন্নাও, ১৩ মে : অখিলেশ যাদব, তাঁর স্ত্রী ডিম্পল যাদব, রাহুল গান্ধী - সবাই ভোটে হারবে। এমনই দাবি করলেন বিজেপি সাংসদ তথা উত্তর প্রদেশের উন্নাও-এর বিজেপি প্রার্থী সাক্ষী মহারাজ। সোমবার সকালে উন্নাও-এর একটি পোলিং বুথে গিয়ে ভোট দিয়েছেন সাক্ষী মহারাজ। এই আসনে তাঁর বিরুদ্ধে সমাজবাদী পার্টি প্রার্থী করেছে অন্নু ট্যান্ডনকে, বিএসপি প্রার্থী করেছে অশোক কুমার পান্ডে-কে।

সাক্ষী মহারাজ এদিন বলেছেন, "প্রধানমন্ত্রী মোদী যদি "৪০০ পার" বলেন, আমি মনে করি আমরা ৪০০ পার করব। কনৌজ থেকে অখিলেশ যাদব, মৈনপুরী থেকে ডিম্পল যাদব, রাহুল গান্ধী রায়বরেলি ও ওয়ানাড থেকে এবং হায়দরাবাদ থেকে ওয়েইসি - সবাই নির্বাচনে হেরে যাচ্ছেন।" সাক্ষী মহারাজ আরও বলেছেন, "৫ বছর ধরে, কংগ্রেস কখনই বিতর্কের জন্য প্রস্তুত ছিল না। সদনে কাজ হতে দেয়নি এবং গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হলে তাঁরা বয়কট করত। সুতরাং, যারা প্রকাশ্য চ্যালেঞ্জ দিচ্ছে তারা কাপুরুষ, ধূর্ত। আমাদের 'শের'-এর মুখোমুখি হওয়ার সাহস তাদের নেই।"

You might also like!