Country

1 week ago

AK-47, Grenede Recovered: ভোজপুরে মহিলা গ্রাম প্রধানের বাড়িতে মিলল একে-৪৭, গুলি ও গ্রেনেডও উদ্ধার

AK-47, Grenede Recovered
AK-47, Grenede Recovered

 

ভোজপুর, ৮ এপ্রিল : বিহারের ভোজপুরে এক মহিলা গ্রাম প্রধানের বাড়ি থেকে উদ্ধার হল একে-৪৭, দু'টি গ্রেনেড, চারটি ম্যাগাজিন ও ৪৩টি গুলি। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম - উপেন্দ্র চৌধুরী। মঙ্গলবার সকালে ভোজপুরের এসপি রাজ বলেছেন, "এসটিএফ এবং ভোজপুর পুলিশের যৌথ অভিযানে একটি গ্রামে অভিযান চালানো হয়। মহিলা গ্রাম প্রধানের বাড়ি থেকে একটি একে-৪৭ রাইফেল, ৪৩টি গুলি, ৪টি ম্যাগাজিন এবং ২টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় উপেন্দ্র চৌধুরী নামে একজনকে গ্রেফতার করা হয়েছে, তার ভাই বুটন চৌধুরীকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগেও মামলা ছিল, জিজ্ঞাসাবাদ চলছে।"


You might also like!