Country

1 year ago

Ajit Doval met maharashtra governor and CM : একনাথ শিন্ডের সঙ্গে সাক্ষাৎ দোভালের, গণেশ দর্শন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার

Ajit Doval met maharashtra governor and CM
Ajit Doval met maharashtra governor and CM

 

মুম্বই, ৩ সেপ্টেম্বর : ধুমধামের সঙ্গে মহারাষ্ট্রজুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। গণেশ মহোৎসবে অংশ নিতে মুম্বই সফরে গেলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। শনিবার মুম্বইয়ে গিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে দেখা করেছেন অজিত দোভাল। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বাসভবনে ভগবান গণেশের দর্শন করেছেন অজিত দোভাল। শিন্ডে ও দোভালের মধ্যে এদিন বেশ কিছু কথা হয়ে থাকতে পারে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পাশাপাশি সেই রাজ্যের রাজ্যপাল ভগৎ সিং কোশিযারির সঙ্গেও সাক্ষাৎ করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। শনিবার সকালে রাজভবনে গিয়ে মহারাষ্ট্রের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছেন অজিত দোভাল। রাজ্যপাল ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যেও কিছু সময় কথা হয়।

You might also like!