Country

2 weeks ago

Aircel-Maxis case::এয়ারসেল-মাক্সিস মামলা : দিল্লি হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে পি চিদম্বরম

P Chidambaram
P Chidambaram

 

নয়াদিল্লি, ২০ নভেম্বর : এয়ারসেল-ম্যাক্সিস মামলায় আপাতত স্বস্তিতে বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পালানিয়াপ্পন চিদম্বরম। ইডির দায়ের করা মামলায় আপাতত নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে না। বুধবার নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করেছে দিল্লি হাইকোর্ট। একই সঙ্গে পি চিদম্বরমের দায়ের করা পিটিশনের ভিত্তিতে ইডির কাছ থেকে জবাব তলব করেছে দিল্লি হাইকোর্ট।

You might also like!