নয়াদিল্লি, ১৮ নভেম্বর : মাত্রাতিরিক্ত বায়ুদূষণে নাজেহাল অবস্থা দিল্লিতে। শনিবারের সকালেও ধোঁয়াশার চাদরে মোড়া থাকল দিল্লির রাস্তাঘাট, শ্বাসকষ্ট-সহ অন্যান্য সমস্যা থেকে এদিনও রেহাই পেলেন না দিল্লিবাসী। দূষণের সঙ্গে ধোঁয়াশার কারণে সকালের দিকে লাইট জ্বালিয়েই চলাচল করেছে অনেক যানবাহন। শনিবার সকালেও দিল্লির বাতাসের গুণগতমান ছিল 'খারাপ'-এর পর্যায়ে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৯৮।
ইন্ডিয়া গেট থেকে কর্তব্যপথ, অক্ষরধাম থেকে রাজঘাট, চানক্য পার্ক থেকে নেহরু পার্ক সর্বত্রই এদিন সকালে ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল। দূষণ থেকে দিল্লিবাসীকে নিস্তার দিতে অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দিল্লি সরকার, তাও পরিস্থিতি হাতের বাইরে। আবহবিদরা মনে করছেন, এখনই আবহাওয়া উন্নতির কোনও লক্ষণ নেই। ফলে আপাতত দিল্লিবাসীকে দূষণের মধ্যেই দিন কাটাতে হবে।