Country

3 weeks ago

Delhi AQI Today: বায়ুদূষণ বাড়ছে দিল্লিতে, বাতাসের গুণগতমান 'মন্দ' পর্যায়ে

Delhi AQI dropped to 'poor' category on October 19
Delhi AQI dropped to 'poor' category on October 19

 

নয়াদিল্লি, ১৯ অক্টোবর: বায়ুদূষণ বাড়ছে রাজধানী দিল্লিতে, শনিবারের পর রবিবারও দিল্লিতে বাতাসের গুণগতমান থাকল 'মন্দ' ও 'উদ্বেগজনক' পর্যায়ে। এদিন সকালে অক্ষরধাম এলাকায় বাতাসের গুণগতমান ছিল ৪২৬, যা উদ্বেগজনক পর্যায়ে ছিল। আবার বারাপুল্লা এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রেকর্ড হয়েছে ২৯০। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, দিল্লির আইটিও এলাকায় এদিন সকালে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ২৮৪। ইন্ডিয়া গেট এলাকায় বাতাসের গুণগতমান ছিল ২৬৯। দূষণের মাত্রা বাড়তেই ইন্ডিয়া গেট এলাকায় জলের স্প্রিংকলারের মাধ্যমে জল ছেটানো হয়।

You might also like!