Country

3 weeks ago

Air pollution is bad in Delhi: বায়ুদূষণে নাজেহাল অবস্থা দিল্লিতে, যমুনার জল দূষিতই

Air pollution is bad in Delhi
Air pollution is bad in Delhi

 

নয়াদিল্লি, ১২ নভেম্বর : শীতের এখনও সেভাবে দেখা মেলেনি দিল্লিতে, তবে দূষণ অনেক আগে থেকেই এসে গিয়েছে। মাত্রাতিরিক্ত বায়ুদূষণে নাজেহাল অবস্থা রাজধানী দিল্লিতে। শুধুমাত্র দিল্লি নয়, দূষণের কবলে উত্তর প্রদেশের নয়ডা, হরিয়ানার গুরুগ্রামও। বাণিজ্যনগরী মুম্বইয়ের বাতাসও দূষিত। মঙ্গলবারও দিল্লিতে বাতাসের গুণগত মান কোথাও মন্দ আবার কোথাও ভয়ানক পর্যায়ে থাকল। দিল্লির ইন্ডিয়া গেট, অক্ষরধাম, কর্তব্যপথ প্রভৃতি এলাকায় এদিন সকালে ধোঁয়াশার চাদরে ঢেকে যায়।

দিল্লিতে যমুনা নদীতে এখনও ভাসছে বিষাক্ত সাদা ফেনা। মঙ্গলবার সকালে দিল্লির কালিন্দী কুঞ্জে যমুনার জলে বিষাক্ত সাদা ফেনা ভেসে বেড়াতে দেখা যায়। সাদা ফেনায় কার্যত ঢেকে গিয়েছে যমুনা। যেন মেঘ নেমে এসেছে নদীবক্ষে। নদী পরিষ্কারের জন্য একটি পৃথক দলও গঠন করেছে দিল্লি জল বোর্ড। তাও যে কে সেই!


You might also like!