Country

1 week ago

Delhi pollution:বায়ুদূষণ ফের বাড়ল দিল্লিতে; একিউআই পৌঁছল ৩১০-এ, জাতীয় রাজধানীতে খুলে গেল স্কুলও

Delhi pollution
Delhi pollution

 

নয়াদিল্লি, ২০ নভেম্বর : দিল্লিতে দূষণের পরিমাণ ফের বাড়ল। সোমবারও ‘খুব খারাপ’ পর্যায়ে ছিল দিল্লির বাতাস। এদিন সকালে দিল্লির বাতাসের গুণমানের সূচক (একিউআই) ছিল ৩১০। যা ‘খুব খারাপ’ হিসাবে গণ্য করা হয়। সকাল আটটা নাগাদ তা বেড়ে ৩৩৮-এ পৌঁছয়। সোমবারও ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল রাজধানী দিল্লি। ইতিমধ্যেই দূষণ নিয়ে সতর্কতা কমিয়ে দিয়েছে দিল্লি সরকার। দূষণের কারণে কেন্দ্রের প্রস্তাবে দিল্লিতে ‘গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান’ (জিআরএপি)-এর চতুর্থ পর্যায়ের বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। দূষণের পরিমাণ কমার পরেই সেই বিধিনিষেধ লঘু করেছে প্রশাসন। তবে জিআরএপির প্রথম থেকে তৃতীয় পর্যায়ের বিধিনিষেধ চালু থাকবে দিল্লিতে। পূর্ব ঘোষণা মতোই সোমবার থেকে দিল্লিতে ফের খুলে গিয়েছে স্কুল। সমস্ত সরকারি অনুমোদন প্রাপ্ত ও বেসরকারি স্কুল খুলে গিয়েছে সোমবার থেকে।


You might also like!