তিরুবনন্তপুরম, ২২ আগস্ট : বোমাতঙ্কের জেরে কেরলের তিরুবনন্তপুরম বিমানবন্দরে জরুরি অবতরণ করলো এয়ার ইন্ডিয়ার একটি বিমান। জরুরি পরিস্থিতি ঘোষণা করে বৃহস্পতিবার সকালে কেরলের তিরুবনন্তপুরম বিমানবন্দরে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার এআই৬৫৭ (মুম্বই-তিরুবনন্তপুরম) বিমানটি। বিমানটিকে নিরাপদ দূরত্বে সরিয়ে যাত্রীদের নামিয়ে আনা হয়েছে। প্রত্যেকেই নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে বিমান পরিবহণ সংস্থাটি।
তিরুবনন্তপুরম বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৭.৩০ মিনিট নাগাদ এয়ার ইন্ডিয়ার এআই৬৫৭ বিমানে বোমা রয়েছে বলে হুমকি দেওয়া হয়। সকাল ৭.৩৬ মিনিট নাগাদ তিরুবনন্তপুরম বিমানবন্দরে ইমার্জেন্সি ঘোষণা করা হয়। নিরাপদে বিমানটি অবতরণ করে, নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে। বিমানটিতে থাকা ১৩৫ জন যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। এয়ার ইন্ডিয়ার তরফে তাদের মুখপাত্র বলেন, “বিমানের সকল যাত্রী এবং কর্মী নিরাপদে রয়েছেন।”