নয়াদিল্লি, ৯ মে : বিমান সঙ্কট কাটাতে কেবিন ক্রু সদস্যদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসতে চলেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ম্যানেজমেন্ট।
মঙ্গলবার রাত থেকেই গণছুটিতে চলে যান এয়ার ইন্ডিয়ার কমপক্ষে ৩০০ ক্রু। বুধবারও অব্যাহত থাকে তা। সকলেই ‘সিক লিভ’ নিয়ে নেন। নিজেদের মোবাইলও অফ করে দেন। এর জেরে বাতিল করতে হয় কমপক্ষে ৭৮টি বিমান। ব্যাপক সমস্যায় পড়েন যাত্রীরা।
উল্লেখ্য, এর আগে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ আনে শ্রমিক কমিশন। তাদের দাবি, বারবার অভিযোগ পেয়েও শ্রমিকদের সমস্যা সমাধানের কোনও চেষ্টাই করেনি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। বরং শ্রমিক কমিশনের আধিকারিকদের বিভ্রান্ত করা হয়েছে। শ্রমিকদের অধিকার আইন ব্যাপকভাবে লঙ্ঘিত হচ্ছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।