Country

1 week ago

AP Singh: আত্মনির্ভরতা ও উন্নত প্রশিক্ষণের দিকে এগিয়ে যেতে থাকবে বায়ুসেনা : এ পি সিং

AP Singh
AP Singh

 

নয়াদিল্লি, ১ অক্টোবর : আত্মনির্ভরতা ও উন্নত প্রশিক্ষণের দিকে এগিয়ে যেতে থাকবে বায়ুসেনা। জোর দিয়ে বললেন দেশের নতুন বায়ুসেনা প্রধান এ পি সিং। মঙ্গলবার তিনি বলেছেন, "বায়ুসেনা আত্মনির্ভরতা, অপারেশনাল সক্ষমতা এবং উন্নত প্রশিক্ষণের দিকে এগিয়ে যেতে থাকবে। এগুলির দিকেই আমার মনোযোগ থাকবে এবং সময়ের সঙ্গে সঙ্গে আমরা পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে পুনরায় মানিয়ে নিতে থাকব।"

সোমবার দেশের নতুন বায়ুসেনা প্রধান হিসেবে দায়িত্বভার বুঝে নেন এয়ার মার্শাল এ পি সিং। এরপর মঙ্গলবার সকালে দিল্লিতে জাতীয় যুদ্ধ স্মারকে শ্রদ্ধা নিবেদন করেন বায়ুসেনা প্রধান। নিজের মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নেন তিনি। বায়ুসেনা প্রধান এ পি সিং আরও বলেছেন, "আমি তেজস প্রোগ্রামের সঙ্গে ফ্লাইট পরীক্ষার দিন থেকেই যুক্ত ছিলাম এবং এটি আমার হৃদয়ের খুব কাছাকাছি। আমি জানি, এই বিমানটির সক্ষমতা রয়েছে।"

You might also like!