Country

1 year ago

Ankita Murder Case : অঙ্কিতাকাণ্ডে অপরাধীদের ফাস্ট ট্রাক কোর্টে বিচারের দাবি এআইএমএসএস-এর

Ankita Murder Case
Ankita Murder Case

 

কলকাতা, ২৬ সেপ্টেম্বর  : অঙ্কিতাকাণ্ডে অপরাধীদের ফাস্ট ট্রাক কোর্টে বিচার করে ফাঁসীর সাজা দেওয়ার দাবি তুলল অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন (এআইএমএসএস)।

সোমবার এই সংগঠনের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “সম্প্রতি উত্তরাখন্ডে বিজেপি নেতা তথা প্রাক্তন মন্ত্রীর ছেলে পুলকিতের পক্ষ থেকে তার রিসর্টে সদ্য কাজে যোগ দেওয়া ১৯ বছরের অঙ্কিতাকে যৌন পেশায় নামার প্রস্তাব দেওয়া হয়। রাজী না হওয়ায় ক্রুদ্ধ হয়ে অংকিতাকে খালের জলে ঠেলে ফেলে দিয়ে হত্যা করে পুলকিত সহ তিনজন দুস্কৃতি।”

অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের সর্বভারতীয় সম্পাদিকা ছবি মোহান্তি ও পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদিকা কল্পনা দত্ত এক বিবৃতিতে বলেন, ”এ ঘটনা প্রমান করে আজকে সমাজে নারীর অবস্থান কোথায় এবং তাদের আত্মমর্যাদা নিয়ে স্বাধীনভাবে বাঁচার দাবী কিভাবে প্রতিমুহূর্তে ভূলুন্ঠিত হচ্ছে। বর্তমানের পচা গলা ধণতান্ত্রিক সমাজ মেয়েদের শুধুমাত্র ভোগের বস্তু হিসাবেই ভাবতে শেখায়। তাদের দাবী এধরনের জঘন্য অপরাধীদের ফাস্ট ট্রাক কোর্টে বিচার করে ফাঁসীর সাজা দেওয়া হোক।

ঘটনার অভিঘাতে উত্তরাখন্ডে মানুষ যে স্বতঃস্ফূর্ত আন্দোলন গড়ে তুলেছেন তা ক্ষুব্ধ মানুষের অত্যন্ত স্বাভাবিক প্রতিক্রিয়া বলে আমরা মনে করি। পুলিশ প্রশাসন সময়ে সক্রিয় হলে এরকম মর্মান্তিক ঘটনা এড়ানো যেত।


You might also like!