আহমেদাবাদ, ৩০ সেপ্টেম্বর : আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের প্রথম পর্যায়ের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বেলা সাড়ে এগারোটা নাগাদ সবুজ পতাকা নেড়ে আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের প্রথম পর্যায়ের সূচনা করেছেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল প্রমুখ।
আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের প্রথম পর্যায়ের সূচনা করার পর এদিন মেট্রো সফরও করেছেন প্রধানমন্ত্রী। মেট্রোতে সফরের সময় ছোট পড়ুয়াদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী, কথা বলেছেন অন্যান্য যাত্রীদের সঙ্গেও। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে কালুপুর স্টেশন থেকে দূরদর্শন কেন্দ্র স্টেশন পর্যন্ত ভ্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।