Country 5 months ago

আগ্রায় হাসপাতালে আগুন, চিকিৎসকসহ ছেলে ও মেয়ের মৃত্যু

Agra Case

 

আগ্রা, ৫ অক্টোবর : বুধবার ভোরে আগ্রা শহরের একটি ঘনবসতিপূর্ণ এলাকার হাসপাতালে আগুন লাগে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের আশঙ্কাজনক অবস্থায় বের করে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল ও পুলিশের গাড়ি। এই অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে হাসপাতালের চিকিৎসক ডা. রাজন ও তাঁর মেয়ে ও ১৪ বছরের ছেলে ঋষি মারা গিয়েছে।

শাহগঞ্জ এলাকার জাগনের রোডের আর মধুরাজ হাসপাতালে আগুন লাগে। হঠাৎ আগুন লাগার কারণে কেউ কিছুই বুঝতে পারেনি। হাসপাতালে থাকা তিনজন রোগী, তাদের স্বজন ও কর্মীরা ভেতরে আটকা পড়েন। স্থানীয় লোকজন কোনোমতে আগুন নিভিয়ে ফেললেও ততক্ষণে পুরো হাসপাতাল ধোঁয়ায় ভরে যায়। প্রায় এক ঘণ্টা পর দমকলকর্মীরা তিন রোগীসহ চারজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।

You might also like!