Country

2 weeks ago

G Parameshwar: ইভিএম হ্যাকের জন্যই মহারাষ্ট্রে পরাজয় আঘাড়ির : জি পরমেশ্বর

G Parameshwar
G Parameshwar

 

বেঙ্গালুরু, ২৪ নভেম্বর : মহারাষ্ট্রে মহা বিকাশ আঘাড়ির পরাজয়ের জন্য চাঞ্চল্যকর মন্তব্য করলেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর। রবিবার তিনি বলেছেন, ইভিএম হ্যাকের জন্যই মহারাষ্ট্রে পরাজয় আঘাড়ির। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন সম্পর্কে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর বলেছেন, "মনে হচ্ছে আমরা ইভিএম হ্যাকের কারণেই মহারাষ্ট্র হারিয়েছি, এটি আমাদের নেতাদের মতামত। আমরা নির্বাচনের জন্য একটি সঠিক কৌশল তৈরি করতেও ব্যর্থ হয়েছি। আমরা ভেবেছিলাম, মহারাষ্ট্রে এমভিএ ক্ষমতায় আসবে। কিন্তু, সব কিছু উল্টোপাল্টা হয়ে গেল।"

You might also like!