Country

6 months ago

Kejriwal: বিধায়কদের পর এবার কাউন্সিলরদের সঙ্গে বৈঠক কেজরিওয়ালের

After the MLAs, this time Kejriwal has a meeting with the councillors
After the MLAs, this time Kejriwal has a meeting with the councillors

 

নয়াদিল্লি, ১৩ মে: রবিবার ছিল বিধায়কদের সঙ্গে বৈঠক। আর সোমবার কাউন্সিলরদের সঙ্গে। অন্তর্বতী জামিনে মুক্তি মিলতেই রবিবারের পর সোমবারও ফের বৈঠক ডাকলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

বিধায়কদের পর এবার কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডাকেন তিনি। কেজরিওয়ালের বাসভবনে সোমবার কাউন্সিলরদের সঙ্গে বৈঠক হওয়ার কথা দিল্লির মুখ্যমন্ত্রীর। নির্বাচনায় আবহে এদিন দলীয় কাউন্সিলরদের তিনি কী নির্দেশ দেন সেদিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়াল তিহাড় জেলে ছিলেন। শুক্রবার তিহাড় জেল থেকে অন্তর্বতী জামিনে ছাড়া পান অরবিন্দ কেজরিওয়াল। আগামী ১ জুন পর্যন্ত কেজরিওয়াল জামিনে জেলের বাইরে থাকবেন। ফলে এইসময় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ মিটিং করবেন বলে আম আদমি পার্টির তরফে জানানো হয়।


You might also like!