Country

3 months ago

Odisha Train Accident: আবার ট্রেন দুর্ঘটনা, ওড়িশায় বেলাইন মালগাড়ি

Goods Train Derailed in Odisha (Symbolic Picture)
Goods Train Derailed in Odisha (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটালঃ ৪ দিন আগে ওডিশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার আতঙ্ক এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি দেশবাসী। এরই মধ্যে আরো এক ট্রেন দুর্ঘটনা ঘটে গেল ওডিশায়। ওডিসার বারগড় জেলায় লাইনচ্যুত হয়েছে একটি মালগাড়ি। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

চুনাপাথর নিয়ে যাচ্ছিল মালগাড়িটি। কী কারণে বেলাইন হল মালগাড়ি, তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।ডুংরি চুনাপাথর খনি এবং বারগড়ে একটি সিমেন্ট কারখানার মধ্যে ন্যারো গেজ লাইন রয়েছে। রেল সূত্রে খবর, ওই লাইনেই বেলাইন হয়েছে মালগাড়িটি।  

দুর্ঘটনার ৪ দিন পার করে রবিবার রাত ১০টা ৪০ মিনিটে বালেশ্বরের রেলপথে ডাউন লাইন দিয়ে প্রথম একটি মালগাড়ি চালানো হয়। পরে রাত ১২টা ৫ মিনিটে আপ লাইন দিয়ে চালানো হয় আরও একটি ট্রেন। এই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার ওড়িশাতেই বেলাইন হল ট্রেন। 

You might also like!